Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিকসভারসিদ্ধান্তসমূহ

৬নং মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদ

সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ

২৭/১০/২০১৯ ইং তারিখে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের মাসিক সভার কার্য্ weeiYx t

সভার সভাপতি : জনাব মোঃ নূরুল হক, চেয়ারম্যান, ৬নং মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদ, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ৷

সভার তারিখঃ২৭/১০/২০১৯ খ্রিঃ রোজঃ বৃহস্পতিবার, সময়ঃ সকাল ১১-০০ ঘটিকা ৷

সভার স্থানঃ ৬নং মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষ ।

সভায় উপস্হিত অনুপস্হিত সদস্যবৃন্দঃ উপস্হিত ও অনুপস্হিত সদস্যবৃন্দ তালিকা (পরিশিষ্ট - ক)

আলোচ্য বিষয়ঃ

১. কাবিখা সম্পর্কে আলোচনা ।

২. টি আর  সম্পর্কে আলোচনা ।

৩. কমসৃজন ও কমসূচী প্রকল্প সম্পর্কে আলোচনা ।

৪.  গৃহ নিম্মান ও ঢেউটিন  সম্পর্কে আলোচনা ।

৩. বিবিধ । ।

              ইউপি চেয়ারম্যান জনাব নূরুল হক, সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে সভাপতির আসন অলংকিত করে সভার কাজ শুরু করেন । অতপর পূর্ব্বর্তী সভার কার্য বিবরণী পাঠ ও কোন প্রকার সংশোধণী ছাড়াই সর্ব্সম্মতিক্রমে অনুমোদন লাভ করে ।

ক্রনং

আলোচনা

সিদ্ধান্ত

বাস্তবায়ন

০১

অদ্যকার সভায় আলোচনাক্রমে সভাপতি জানান যে,   ২০১৯-২০২০ সনে কাবিখা প্রকল্পে ১ম পযায় আওতায় ৬.৩৭০ মে: টন বরাদ্দ পাওয়া গিয়াছে এবং ১,৯৩,৯৬৫/= টাকা সোলার প্যানেল স্থাপন বাবদ বরাদ্দ পাওয়া গিয়াছে । তিনি সভায় প্রকল্প নিবাচন জন্য অনুরোধ জানান ।

সভায় বিস্তারিত ভাবে আলাপ আলোচনা করে কাবিখা প্রকল্পের আওতায় নিম্মোক্ত প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রকল্পের নাম :

১. ইছাঘরি খেলার মাঠ উন্নয়ন। ...............৬.৩৭০ মে:টন ।

২. সোলার প্যানেল স্থাপন তালিকা সংযুক্ত। .......১,৯৩,৯৪৫/= টাকা ।

 

১. চেয়ারম্যান

২. সদস্য( ১- ৯নং ওয়ার্ড্)

 

 

   

 

 

 

   

 

 

   

 

 

পরিশেষে আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত ঘোষণা  করেন ।

 

 

 

(মোঃ নূরুল হক)

চেয়ারম্যান

৬নং মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদ

সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ